News & Events

কৃষি বিমার আওতায় ব্র্যাকের মাধ্যমে কৃষকদের ১৪ লক্ষ ৬ হাজার ৮ শত ৪২ টাকার ক্ষতি পূরণ প্রদান

বাংলাদেশে কৃষি বিমা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতের ধারাবাহিকতায় সেনা ইন্স্যুরেন্স পিএলসি ব্র্যাকের সহযোগিতায় ভুট্টা চাষ কৃত কৃষকদের মোট ১৪ লক্ষ ৬ হাজার ৮ শত ৪২ টাকা ক্ষতি পূরণ প্রদান করেছে।

২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে ব্র্যাকের মাধ্যমে ২৪ হাজার ২৪০ জন কৃষক তাদের ২০৪,৮৮৯ শতাংশ ভুট্টা জমি কৃষি বিমার আওতায় নিয়ে আসেন। উক্ত মৌসুমে কিশোরগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও পঞ্চ গড় জেলার ভুট্টার ক্ষেতগুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। কৃষকদের এই আর্থিক ক্ষতিপূরণের লক্ষ্যে সেনা ইন্স্যুরেন্স পিএলসি সংশ্লিষ্ট জেলাগুলোর বিমা কৃত কৃষকদের মধ্যে মোট ১৪ লক্ষ ৬ হাজার ৮ শত ৪২ টাকার ক্ষতি পূরণ প্রদান করে।
ক্ষতি পূরণ প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে সেনা ইন্স্যুরেন্স পএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব প্রণব কুমার সাহা, উপদেষ্টা, আন্ডার রাইটিং বিভাগ এবং জনাব তাজুল ইসলাম, প্রধান, দাবি নিষ্পত্তি বিভাগ।

ব্র্যাকের পক্ষ থেকে উপ¯ি’ত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌসী, প্রজেক্ট অফিসার (ডেটা ও আইটি), জনাব সামিয়া মোস্তারী, ফাইন্যান্স ও প্রশাসনিক সমন্বয়ক এবং জনাব এস. এম. নাসিম মাহমুদ স্মরণ, উপ-ব্যবস্থাপক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বিমার আওতায় এই ক্ষতিপূরণ কৃষকদের নতুন করে চাষাবাদে উৎসাহ যোগাবে এবং কৃষি খাতে বিমার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।